প্রকাশিত: Fri, Jun 16, 2023 8:47 PM
আপডেট: Tue, Jan 27, 2026 3:38 PM

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে র‌্যাব

মাসুদ আলম: র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব।

শুক্রবার কওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন  তিনি। 

তিনি আরও বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। এ হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব ছায়াতদন্ত করছে। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব